রমজান ও গ্রীষ্মের ছুটিতে বাড়তি ক্লাস

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির কারণে শিক্ষা কার্যক্রমের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে গ্রীষ্মে ও রমজানেও শিক্ষা কার্যক্রম চালু থাকবে। তবে সকলের জন্য এটা প্রযোজ্য হবে না। যেখানে ক্ষতি হয়েছে সেখানে বাড়তি ক্লাস হবে।

রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে এ বছরের প্রথম তিন (জানুয়ারি-মার্চ) মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে ছেলে মেয়েরা আতংকের মধ্যে ছিল। মানসিক চাপের মধ্যে ছিল। নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। এজন্য আগামী ৪০ বছর জাতিকে খেসারত দিতে হবে। এ ক্ষতি আস্তে আস্তে পুষিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতায় সনব জায়গায় সমমানের ক্ষতি হয়নি। খুব কম জায়গায় বেশি ক্ষতি হয়েছে। শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সদস্যরা দায়িত্বশীল ছিলেন।

নাহিদ বলেন, গ্রীষ্মের ছুটিতে ৭ দিন ক্লাস করাতে পারলে ক্ষতি পুষিয়ে নিতে পারবো। ছাত্ররাও আন্তরিক হবে।
চলতি মাসের শেষের দিকে এসএসসির ফল প্রকাশ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।



মন্তব্য চালু নেই