রমজানে দেশাল বিডির মাসব্যাপী কর্মশালা
রমজানে দেশাল বিডির মাসব্যাপী কর্মশালা। রমজানে দেশাল বিডির মাসব্যাপী কর্মশালা হবে। পবিত্র রমজানকে সামনে রেখে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ জনবল তৈরির লক্ষে দেশাল বিডি ডটকম ‘কথার খই’ নামক মাসব্যাপী কর্মশালার (আর জে কোর্স) আয়োজন করেছে। ২ জুন বৃহস্পতিবার পল্টনের ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এ কোর্স টি শুরু হবে।
ক্লাস নেবেন দেশের স্বনামধন্য লেখক, সাহিত্যিক ও রেডিও জকিগণ (আর জে নিরব, আর জে সালমান, আর জে রাজু ও আর জে কনক)। ইসলামী সাংস্কৃতিক জগতে এ ধরনের আয়োজন এটিই প্রথম। আবৃত্তি, উপস্থাপনা, প্রমিত বাংলা উচ্চারণ ও প্রয়োজনীয় ইংরেজীও শেখানো হবে কর্মশালায়।
দেশাল বিডি ডটকমের আয়োজনে এ কর্মশালাটি ইতোমধ্যে আগ্রহীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
বিস্তারিত তথ্যের জন্য :- Call : 01844-021324, 01844-021325
pge : www.facebook.com/deshalweb
web : www.deshalbd.com
মন্তব্য চালু নেই