রবীন্দ্রসংগীত গাইলেন শাকিলা জাফর

২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এ উপলক্ষে এটিএন বাংলা নির্মিত বিশেষ এক সংগীতানুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা জাফর।

‘গীতি মঞ্জরী’ শিরোনামের এ অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন রুকসানা কবীর কাকলী। এ অনুষ্ঠানে শাকিলা জাফর ছাড়াও আরো সংগীত পরিবেশন করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, অনিরুদ্ধ সেনগুপ্ত এবং ইভা রহমান।

একটুকু ছোঁয়া লাগে শিরোনামের রবীন্দ্রসংগীতটি গেয়েছেন শাকিলা জাফর। এটিএন বাংলা’র স্টুডিও ছাড়াও ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে এ গানগুলো।

গানগুলোর চিত্রায়নে শিল্পীদের পাশাপশি অংশ নিয়েছেন একঝাঁক মডেল। বিশেষ এই সংগীতানুষ্ঠানটির উপস্থাপনা পর্ব চিত্রায়িত হয়েছে কবিগুরুর স্মৃতি বিজরিত কুঠি বাড়িতে।

৮ মে রাত ৮টায় এটিএন বাংলায় এ অনুষ্ঠানটি প্রচারিত হবে।



মন্তব্য চালু নেই