রবি শংকরের জন্মদিনে ঢাকায় গাইবেন চিত্রা রায়

শ্রী শ্রী রবি শংকরের ৬০তম জন্মদিন উপলক্ষে দি আর্ট অব লিভিং বাংলাদেশ আয়োজন করছে ‘গ্র্যান্ড সাতরঙ্গী’ কনসার্ট। আগামী ২৮মে রাজধানীর গলফ গার্ডেনে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করবেন ক্লাসিকাল সঙ্গীতের জনপ্রিয় শিল্পী চিত্রা রায়। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আর্ট অব লিভিং বাংলাদেশের টিচার্স কো-অর্ডিনেটর জালাল উদ্দিন আহমেদ বলেন, আগামী আগামী ২৮মে গলফ গার্ডেনে রবি শংকরের জন্মদিন উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়েছে। সন্ধা সাড়ে ৭টায় থেকে সঙ্গীত পরিবেশন করবেন চিত্রা রয়। তিনি বলেন, অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ আর্ট অব লিভিং-এর ফ্রি হ্যাপিনেস স্কুল প্রজেক্টে ব্যায় করা হবে।

বিকাল ৫টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আরিফ হোসেন জয় এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা।

অনুষ্ঠানের শুরুতে থাকবে আর্ট অব লিভিং সম্পর্কে আলোচনা ও শিশুদের নৃত্য পরিবেশনা। সন্ধা সাড়ে ৭টায় মঞ্চে উঠবেন ক্লাসিক সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী চিত্রা রয়।



মন্তব্য চালু নেই