রবি-এয়ারটেল মিলে হচ্ছে রবি

মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রবি-এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়টি আলোচনায় এলে তা আদালত পর্যন্ত গড়ায়।

কোম্পানি দুটির মালিক মালয়েশিয়ার আজিয়াটা বারহাদ এবং ভারতীয় এয়ারটেল লিমিটেড (ভারতী) বাংলাদেশে তাদের কার্যক্রম একীভূত করতে আনুষ্ঠানিক এ চুক্তিতে উপনীত হয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি কর্তৃপক্ষ।

বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম একীভূত করতে গত ৯ সেপ্টেম্বর আলোচনা শুরু করে বারহাদ ও ভারতী কর্তৃপক্ষ। এ বিষয়ে তারা বাংলোদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটআরসি) আবেদন করে। বিষয়টি এখন কমিশনের বিবেচনাধীন রয়েছে।

ব্যবসা একীভূত করার অনুমতি চেয়ে গত সেপ্টেম্বরে বিটিআরসিতে যে চিঠি দিয়েছিল রবি ও এয়ারটেল তাতে বলা হয়েছিল, একীভূত হওয়ার পর ৭৫ শতাংশ শেয়ার থাকবে মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ ও এনটিটি ডকোমার কাছে। আর বাকি ২৫ শতাংশ শেয়ার থাকবে ভারতি এয়ারটেলের কাছে।



মন্তব্য চালু নেই