রবিশঙ্কর মৈত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে মাগুরা মানববন্ধন

মাগুরা প্রতিনিধি : আবৃত্তিশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব রবিশঙ্কর মৈত্রীর বিরদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে মাগুরার আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার সকালে শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানব বন্ধন শেষে এক সমাবেশে কণ্ঠবীথির আহ্বায়ক মাজহারুল হক লিপু বলেন, গানবাংলা নামক একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিকানা অবৈধভাবে দখল করার জন্য একটি চক্র মিথ্যা মামলা ও হত্যার হুমকি দিয়ে আবৃত্তিশিল্পী রবিশঙ্কর মৈত্রীক দেশছাড়া করেছে। তিনি এখন প্রাণভয়ে ফ্রান্সে অবস্থান করছেন। বক্তারা অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবসস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রকিবুল হক দিপু, এ্যাডভোকেট মোখলেছুর রহমান ও রুবায়েত ফিরোজ।



মন্তব্য চালু নেই