রবিবার রাতে সম্প্রচারিত হবে বৈশাখী আমেজে ‘ইত্যাদি’
বৈশাখের অন্য রকম আমেজে নিয়ে এবার আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ’ইত্যাদি’। নতুনত্বের ধরবহিকতায় পহেলা বৈশাখকে সামনে রেখে রমনার বটমূলে ধারণ করা হয়েছে ‘ইত্যাদি’র এবারের পর্বটি। রবিবার রাত ১০টার ইংরেজি সংদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে পর্বটি প্রচারিত হবে। এ পর্বে বাঙ্গালীর কৃষ্টি, লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি বাংলা নববর্ষ ও বৈশাখকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবারের পর্বে রয়েছে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা, হানিফ সংকেতের সুরে, রাজেশ ও মেহেদীর সংগীতায়োজনে ফোক সম্রাজ্ঞী মমতাজের গান। টিভি পর্দায় যার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল ‘ইত্যাদি’র মাধ্যমেই। রয়েছে ওয়াসেক ও তার দল পরিবেশিত একটি দৃষ্টিনন্দন লোকনৃত্য। অন্যদিকে ‘ইত্যাদি’র দর্শক বাছাই করা হয়েছে বৈশাখ এবং বাংলা সনকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। নির্বাচিত দর্শকদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। উল্লেখ্য, বিনোদন মূলক ম্যাগাজিক অনুষ্ঠান ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত।
মন্তব্য চালু নেই