রণভীরকে যে উপহার দিচ্ছেন সঞ্জয় লীলা বানসালি
বলিউড অভিনেতা রণভীর সিং যে তার কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস তাতে কোন সন্দেহ নেই। রণভীরের কাজে মুগ্ধ হয়ে সঞ্জয় লীলা বানসালি এবারে এই অভিনেতাকে দারুণ এক উপহার দিলেন।
ঘাড়ে ব্যথা নিয়ে প্রত্যেকদিন রণভীরের জন্য ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার সেটে পৌঁছনো কঠিন হয়ে পড়ছিল। আর তাই শোনা যায় বাবা-মায়ের বাসা ছেড়ে সেটের আশাপাশে কোথাও উঠছেন রণভীর সিং। ঘাড়ে ব্যথা নিয়ে রণভীর প্রতিদিনই বারো ঘন্টা করে শুটিং করছেন। রণভীর বুঝে গিয়েছেন সঞ্জয় তার সিনেমায় অন্যরকম কিছু তৈরি করতে চান, তাই সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন তিনি।
কয়েকদিন পরেই রণভীরের ত্রিশতম জন্মদিন। রণভীরের কাজে মুগ্ধ হয়ে তাই সঞ্জয় লীলা রণভীরকে বিশেষ এক উপহার দিবেন বলে ঠিক করেছেন। আর এই উপহারটি হল রণভীরকে চার দিনের ছুটি দিয়ে দিয়েছেন সঞ্জয়। এই ছুটি নিয়ে রণভীর নাকি বিদেশে ঘুরতে যাচ্ছেন।
মন্তব্য চালু নেই