রণবীর গেলেন হবু শ্বশুরবাড়ি

বলিউডের উঠতি তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেমটা আর লুকানোর মতো থাকলো না। এতদিন আড়ালে প্রেম করলেও এবার যেন ঘোষণা দিয়েই মাঠে নামলেন এই তারকা জুটি। দীপিকা পাড়ুকোনের বাবার বাড়িতে বেড়াতে গিয়ে তারই প্রমাণ দিলেন রণবীর।
সম্প্রতি দীপিকাদের ব্যাঙ্গালুরের বাড়িতে হাজির হয়েছিলেন রণবীর। শুধু তাই নয় হবু শাশুড়ি, শালিকাসহ শপিংও করেছেন তিনি।

রণবীরের এই সাহস দেখে বলিউড পাড়ার অনেকেই বলছেন তাহলে কি এ বছরই এ জুটি বিয়ে করতে যাচ্ছে? vv0jhtbn



মন্তব্য চালু নেই