রণবীর-ক্যাটরিনা’র গোপন ছবি ফাঁস

বিটাউনে রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে যেন আলোচনার শেষ নেই। রণবীরের ‘তামাশা’ ছবির সময় শোনা গিয়েছিল রণবীরের সঙ্গে সম্পর্ক রাখবেন না ক্যাট। কারণ রণবীরের সাবেক প্রেমিকা দীপিকার ঘনিষ্ঠতাই। তবে সব জল্পনা কল্পনা নিমিষেই শেষ করে দিয়েছেন বড়দিন একসঙ্গে পালন করে। শুধু কি তাই ক্যাটকে রণবীরের পরিবার সবাই মেনে নিয়েছে এমন ছবি প্রকাশ করে খবরের শিরোনামে এসেছেন এই দুই তারকা। এবার আরও জড়ালো ভাবেই প্রমাণ হল যে তাদের সম্পর্ক এখন অটুট রয়েছে।

২০১৬-তে নিজেদের ছবির শুটিংয়ের জন্য মুম্বাইয়ের এক পাঁচ তারা হোটেলে উপস্তিত ছিলেন বলিউডের এই দুই হার্ট থ্রব। একাই বসে ছিলেন রণবীর। হঠাৎ উপস্থিত ক্যাট। দুজনের ঠোঁট দুটো কথা বলল, তবে ঠোঁটেই। তারপর (৩০ মিনিট) একে অপরকে আলিঙ্গন করেই দাঁড়িয়ে থাকা। ব্যালকনিটা কিছুক্ষণের জন্য টাইটানিক ছবির কথা মনে করিয়ে দিল। আর ‘পাপারাজি’র ক্যামেরায় ধরা পড়ল সে ছবিই।



মন্তব্য চালু নেই