রণবীরের সামনে নগ্ন হতেও আপত্তি নেই দীপিকার

রণবীর সিং আর দীপিকা পাড়ুকনকে নিয়ে বলিউডে জল্পনা-কল্পনা মোটামুটি একটি পর্যায়ে এসে দাঁড়ানোর মুহূর্তে যেন বিষয়টি আরেকটু উস্কে দিলেন দীপিকা নিজেই।

দীপিকার সঙ্গে রণবীর কাপুর আর সিংয়ের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি বলিউড পাড়ায়। তবে এই মুহূর্তে অনেকটা নিশ্চিত করেই বলা যাচ্ছে কাপুর নয় বরং সিংয়ের সঙ্গেই ভালো সময় কাটছে এই তারকার।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে অনেকটা স্পষ্ট ধারণাই দিয়েছেন দীপিকা। রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক ছাড়াও নানা বিষয় নিয়ে ওই সাক্ষাৎকারে জানিয়েছন তিনি।

রণবীর সর্ম্পকে প্রশ্ন করা হলে দীপিকা বলেন, রণবীর আমার সবচেয়ে ভালো একজন বন্ধু। আমি আবেগপ্রবণ, সংবেদনশীল ও খুব সহজেই যে কেউ আমাকে আঘাত করতে পারে, আমিও পারি।

দীপিকার কথায়, আমি রণবীরের সামনে নগ্ন হতেও আপত্তি করি না… এবং আমি জানি সে কখনই আমাকে আঘাত করবে না। কোনও সুবিধাও নিতে চাইবে না।আমাদের মধ্যে বোঝাপড়া ও বিশ্বাসই এর কারণ। আমি রণবীরের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করি এজন্যই ওকে ভালোবাসি ও সম্মান করি।

রাম-লীলা ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দারুণ সখ্য গড়ে ওঠে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মধ্যে।



মন্তব্য চালু নেই