রণবীরের সঙ্গে দেখা করতে প্যারিসে দীপিকা!

গত সপ্তাহে প্যারিসে রণবীর সিংয়ের সঙ্গে ভাল সময় পার করেছেন দীপিকা পাড়ুকোণ। হলিউড ছবি ‘ত্রিপল এক্স’ ছবির শুটিং শেষ করার পর প্যারিসে উড়াল দেন তিনি। সেখানে ‘বেফিকার’ ছবিতে কাজ করছেন রণবীর।

দীপিকা যখন ভারতে ফিরে আসেন তখনও রণবীর প্যারিসেই ছিল। একটি সূত্র জানিয়েছে, দীপিকা চাননি তার প্যারিস ভ্রমণের কথা কেউ জানতে পারুক। কিন্তু দুর্ভাগ্যবশত, কিছু ভক্ত তাকে সেখানে দেখে ফেলেছে। আবার ‘বেফিকার’ ছবির সেটে সময় কাটানোর সময় দীপিকার ছবি যাতে তোলা না হয় সে বিষয়ে বিশেষভাবে বলা হয়। আসলে দীপিকার হাতে এখন অনেক কাজ জমেরণবীরের সঙ্গে দেখা করতে প্যারিসে দীপিকা আছে। এর মধ্যে পণ্যের প্রচারণা ও চিত্রনাট্য পড়ার বিষয়ও রয়েছে। এজন্য কিছুদিনের জন্য ছুটিতে কাটানোর বিষয়টি প্রকাশ করতে চাননি দীপিকা।

এর আগে চলতি বছরের শুরুর দিকে কানাডার টরোন্টোতে দীপিকার ‘ত্রিপল এক্স’ ছবির শুটিং সেটে গিয়েছিলেন রণবীর সিং।

খবর: ডিএনএ।



মন্তব্য চালু নেই