রণবীরের সঙ্গে অস্বস্তিতে ক্যাটরিনা!
রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করতে স্বচ্ছন্দবোধ করেন না তার প্রেমিকা ক্যাটরিনা কাইফ! এ কথা খোদ স্বীকার করলেন অভিনেত্রী নিজেই।
কিন্তু কেনো এমনটি বললেন তিনি? এর আগে তো ‘আজব প্রেম কি গাজাব কাহানি’ বা ‘রাজনীতি’তে এই জুটিকে এক সঙ্গে দেখেছেন দর্শকরা।
শোনা যাচ্ছে, অনুরাগ বসুর আসন্ন ছবি ‘জগ্গা জাসুস’-এ রণবীরের সঙ্গে সুটিংয়ে সমস্যায় পড়েছেন ক্যাটরিনা!
ক্যাটরিনা বলেন, ‘‘আসলে আমরা যাকে খুব কাছ থেকে জানি, তার সঙ্গে কাজ করা সত্যিই মুশকিল। কারণ ছবির সেটে সে খুব ভাল করে বুঝতে পারবে যে আমি অভিনয় করছি।”
নায়িকার এই যুক্তি শুনেই নতুন গুঞ্জন শুরু হয়েছে বলিউডে। নিন্দুকের দাবি, সিনেমাতে তো অভিনয়ই করতে হয়। তা হলে আলাদা করে কোন অভিনয়ের কথা বলছেন নায়িকা?
মন্তব্য চালু নেই