রণবীরের মায়ের পছন্দ দীপিকা
রণবীরের সঙ্গে দীপিকার প্রেমের পর্ব শেষ হয়ে গেছে অনেক আগেই। এখন রণবীর আর ক্যাটরিনা একই প্রেমের ভেলায় ভাসছেন। কিন্তু রণবীরের মা নিতু কাপুরের ছেলের প্রেমিকা হিসাবে দীপিকা পাড়ুকোনকে অনেক বেশি পছন্দ। তবে তা রণবীর-দীপিকার অনস্ক্রিন রোমান্স। মা হিসেবে ছেলের ব্যক্তিগত জীবন নিয়ে এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চান না তিনি।
বহুদিন পর ইমতিয়াজ আলির ‘তামাশা’তে জুটি বেঁধেছেন দীপিকা এবং রণবীর। তার ট্রেলর দেখেই মুগ্ধ নীতু। তার কথায়, ‘ছবিতে রণবীরের সঙ্গে দীপিকাকে দারুণ মানিয়েছে। এটা একটা সেনসেটিভ লাভ স্টোরি। ছবিটা মুক্তি পাওয়ার অপেক্ষায় দিন গুনছি।’
মন্তব্য চালু নেই