রণবীরের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ
সামনেই উৎসবের মরশুম, নিশ্চয়ই নানা ধরনের পরিকল্পনা ছিল বলিউড তারকার। সব কিছুতে জল ঢেলে দিল হঠাৎ এই আইনি ঝামেলা।
উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেলেন রণবীর সিং। সামনেই ‘বেফিকরে’-র মুক্তি। তার উপর বিয়ের জন্য ছটফট করছেন, একাধিক সংবাদমাধ্যমে বিয়ে নিয়ে নানা কথা বলছেন উপযাচক হয়ে। সব মিলিয়ে উত্তেজনায়, উদ্দীপনায় এখন টগবগ করছেন রণবীর সিং। কোথায় এখন সাফল্য সেলিব্রেট করবেন, তা না, ফেঁসে গেলেন আইনি ঝামেলায়।
মাস দুয়েক আগে ‘জ্যাক অ্যান্ড জোনস’ ব্র্যান্ডের ‘ডোন্ট হোল্ড ব্যাক’ ক্যাম্পেনে প্রচারের মুখ ছিলেন রণবীর। সেই ক্যাম্পেনের অডিও-ভিস্যুয়াল অ্যাডটি খুবই জনপ্রিয় হয়। এর ঠিক পরেই ভারতের প্রায় ৩০টি শহরে দেখা যায় একটি বিলবোর্ড বিজ্ঞাপন, যেখানে রণবীরকে দেখা যায় এক স্বল্পবসনা মহিলাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বিজ্ঞাপনের পাঞ্চলাইনটি ছিল এই রকম— ‘ডোন্ট হোল্ড ব্যাক, টেক ইওর ওয়র্ক হোম’।
বিজ্ঞাপনটি নজরে আসার পরেই সেটিকে একটি সেক্সিস্ট বিজ্ঞাপন বলে কড়া সমালোচনা করেন দক্ষিণী নায়ক সিদ্ধার্থ। তার পরেই সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। বেশিরভাগই বিজ্ঞাপনটিকে কুরুচিকর বলে মন্তব্য করেন। এর জেরে কোম্পানি রাতারাতি বিজ্ঞাপনটি সরিয়ে দেয় এবং রণবীরও অপ্রীতিকর এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
ধরে নেওয়া গিয়েছিল যে বিষয়টি ওখানেই শেষ হয়ে গিয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে জল অনেক দূরই গড়াবে। অতি সম্প্রতি রণবীরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন একজন আইনজীবী। তিনি জাতীয় মহিলা কমিশনের কাছেও আবেদন রেখেছেন যাতে বিজ্ঞাপনদাতাদের কাছে নোটিস পাঠানো হয়। তাঁর বক্তব্য, এই ধরনের বিজ্ঞাপন মহিলাদের প্রতি অবমাননাকর এবং লিঙ্গবৈষম্যমূলক। বলিউড তারকা এমন একটি বিজ্ঞাপন করে মহিলাদের অসম্মান করেছেন।-এবেলা
মন্তব্য চালু নেই