রণবীরের ঘর সাজাচ্ছেন শাহরুখ পত্নী!

ক্যাটরিনার সাথে ব্রেক-আপের পর রণবীর কাপুর পালি হিলে একটি বাড়ি ক্রয় করেছেন। তিনি খুব শীঘ্রই সেই বাড়িতে যাবার ব্যবস্থা করছেন। আর তাকে সাহায্য করছেন শাহরুখের বউ গৌরি খান।

গৌরি একজন ইন্টেরিয়র ডিজাইনার। তিনি এখন পর্যন্ত অনেক সেলিব্রেটিদের ঘর সাজিয়ে দিয়েছেন। এবার তার কাঁধে রণবীরের ঘর সাজানোর দায়িত্ব দেয়া হয়েছে।

লন্ডনে করণ জোহরের জন্মদিনে রণবীর ও গৌরিকে একত্রে দেখা যায়। সেখানে তারা একসাথে করণের জন্মদিন উদযাপন করার পর শপিং শুরু করে। রণবীরের ঘর সাজানোর জন্য বেশিরভাগ সরঞ্জাম লন্ডন থেকেই আনা হচ্ছে। সেখানে গৌরির সাথে তার ছেলে আরিয়ানও ছিলেন।

বোম্বে টাইম্‌স এর একটি প্রতিবেদন অনুসারে রণবীর এখন তার দাদীর বাসায় বসবাস করছেন। তবে এই বছর সেপ্টেম্বরে নিজের এপার্টমেন্ট এ উঠবেন বলে জানা যায়।



মন্তব্য চালু নেই