রণবীরের কোলে আনুশকা !
গত ২৭শে এপ্রিল ছিল রণবীর কাপুর আর আনুশকা শর্মা জুটির প্রথম ছবি ‘বোম্বে ভেলভেট’র দ্বিতীয় থ্রিয়েটিক্যাল ট্রেইলার মুক্তির দিন। এদিন মঞ্চে সবার সামনে আনুশকাকে কোলে তুলে ঘুরে বেড়ান রণবীর।
এই সময় আনুশকার মুখেও হাসি। মনযোগটা যে তাদের দিকে সরে গেছে, সেটা বোধহয় উপভোগ করলেন দুজনই। ছবিতে দুজনকে কয়েকটি দৃশ্যে অন্তরঙ্গ দৃশ্যেও দেখা যাবে নাকি তাদের। তবে আপাতত প্রচারের স্বার্থে ঘটানো এমন সব কাণ্ড ঘটাচ্ছেন তারা যা আলোচনা সমালোচনার মুখে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য চালু নেই