রণবীরকে দীপিকা বলে সম্বোধন!

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন একে-অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে সে বিষয়ে নতুন করে বোলার কিছু নেই। তারা অফিসিয়ালভাবে এই কথা স্বীকার না করলেও তাদের একে-অপরের সাথের যোগাযোগ দেখেই বুঝা যায়, তাদের মাঝে কি চলছে।
এখন তাদের ভক্তরা তাদের ভালবাসায় এতো বেশি উন্মাদ যে, রণবীরকে তারা দীপিকা বলে সম্বোধন করছেন। মুম্বাইতে ফারহান আখতারের স্টুডিওতে রণবীর সিং এসেছিলেন। তখন তিনি মঞ্চে পৌঁছে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
কিন্তু রণবীর মঞ্চে আসার সাথে সাথে সকলে দীপিকা, দীপিকা বলে উল্লাস শুরু করে। এতে রণবীর খুশি হয়ে বলে আমি সব জানি। তিনিও বিষয়টি খুব উপভোগ করেন।

































মন্তব্য চালু নেই