রড দিয়ে পিটিয়ে চাচাকে খুন

গাছ কাটাকে কেন্দ্র করে রড দিয়ে পিটিয়ে চাচা ওহাব আলী হাওলাদারকে (৫৮) খুন করেছে দুই ভাতিজা।

বৃহস্পতিবার রাতে কালকিনি পৌর এলাকার উত্তর রাজদী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তর রাজদী গ্রামের মোসলেম হাওলাদারের ছোট ছেলে ওহাব আলী হাওলাদারের সঙ্গে তার বড় ভাই সামছুল হক হাওলাদারের গাছ কাটার বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায় সামছুল হকের দুই ছেলে লিটন হাওলাদার ও সোহেল হাওলাদার উত্তেজিত হয়ে চাচা ওহাব আলীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।

তাকে আহত অবস্থায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ভারুপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো. ইদ্রিসুর রহমান বলেন, ‘এ ঘটনায় কালকিনি থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই