রক্ত’র শুটিং না করেই ফিরে এলেন পরীমনি

নির্ধারিত সময়ের মধ্য শুটিং না হওয়ার এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দ্বন্দ্বের কারণে রক্ত সিনেমার পরিচালনা থেকে সরে দাঁড়িয়েছেন মালেক আফসারি। গতকাল সন্ধ্যায় তিনি কলকাতা থেকে দেশে ফিরে এসেছেন। এদিকে রবিবার সকালে ফিরে এলেন সিনেমার নায়িকা পরীমনিও। তবে পরীমনি রক্ত সিনেমার নায়িকা হিসেবেই থাকছেন।

সূত্র জানিয়েছে, শুটিংয়ের টাইম সিডিউল নিয়ে প্রোডাকশন হাউজের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হওয়ার কারণে রক্ত সিনেমা থেকে সরে দাঁড়ান এটির পরিচালক মালেক আফসারি। সপ্তাহে খানেক আগে পরিচালক পুরো ইউনিট নিয়ে কলকাতা গিয়েছিলেন। সেখান থেকে তাদের শুটিংয়ের জন্য দার্জিলিং যাওয়ার কথা ছিল।

পরীমনি জানিয়েছেন তিনি সকাল নয়টার ফ্লাইটে কলকাতা থেকে ঢাকা ফিরেছেন। ২ জুন থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। তাই তিন দিনের ছুটিতে তিনি দেশে এসেছেন। ১জুন তিনি ফের কলকাতা যাবেন।

রক্ত সিনেমার নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াজেদ আলী সুমন।



মন্তব্য চালু নেই