‘রইস ‘বনাম ‘কাবিল’, বক্স অফিসের যুদ্ধের আগেই উত্তেজনা

আগামী ২৫ সে জানুয়ারি একই সঙ্গে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান-মাহিরা খান অভিনীত ‘রইস’ ও হৃত্বিক রোশন-ইয়ামি গৌতম অভিনীত ‘ কাবিল’। ২ টি ছবিকে নিয়েই রয়েছে তুমুল উত্তেজনা। দুটি ছবিই যে বক্স অফিসের যুদ্ধে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না তা নিয়ে আর কোনও সন্দেহ নেই।

তবে একই দিনে দুটি সিনেমার মুক্তি পাওয়ার ঘটনা, এখন বলিউডের খবরের শিরোনামে। এমনিতে শাহরুখ খান ও হৃত্বিক

রোশনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বেশ ভালো। শেষবার দুজনকে একসাথে করণ জোহরের ‘কভি খুশি কভি গমে’ স্ক্রিন শেয়ার করতেও দেখা গেছে।

তবে জানা গিয়েছে যে স ‘কাবিলের ‘ সঙ্গেই ‘রইজ’ একই দিনে মুক্তি পাচ্ছে বলে মনে কিছুটা আঘাত পেয়েছেন হৃত্বিকের বাবা রাকেশ রোশন। যদিও রাকেশের সঙ্গে শহারুখের ভালো সম্পর্ক ‘করণ অর্জুন’ ছবির সময় থেকেই। তবুও এই খবর উঠে আসাতে, তা মুখরোচক খবর হিসাবে ঘোরা ফেরা করছে বলিউডের আনাচে কানাচে ।

ব্যবসায়িক দিক থেকে ‘রইস’ মুক্তির দিনক্ষণ প্রসঙ্গে শাহরুখের অবস্থান তিনি বুঝছেন, বলে জানান বলিউডের নিল চোখের ‘গ্রিক গড’ হৃত্বিক। তিনি জানান ব্যবসায়িরক ভাবে শাহরুখ যা করেছে, তা তিনি একেবারেই বুঝছেন। তাই বন্ধুত্ব একদিকে ও ব্যাবসা একদিকে বলে জানিয়েছন ‘কাবিল’ এর নায়ক।



মন্তব্য চালু নেই