রংপুর মহানগর জামাতের সুরা সদস্য বাদল মিঠাপুকুরে গ্রেফতার
রংপুর মহানগর জামাতের সুরা সদস্য ও জামায়াতের সহযোগি সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর বিভাগীয় সেক্রেটারী আবুল হাশেম বাদলকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার সকালে মিঠাপুকুর থানা পুলিশ শঠিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলাহাজতে পাঠিয়েছেন। তিনি শঠিবাড়ী মহাবিদ্যালয়ের প্রভাষক।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতা আবুল হাশেম বাদল ১৪ জানুয়ারী মিঠাপুকুরের জায়গীর ফতেপুর নামকস্থানে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় চার্জশীটভুক্ত এজাহার নামীয় আসামী। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আরও ৭টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মন্তব্য চালু নেই