রংপুর বিভাগের ৮ জেলায় গ্যাস ও রেলের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন
কে,এম, গোলাম রব্বানী, কুড়িগ্রাম প্রতিনিধি: রংপুর বিভাগের ৮ জেলায় গ্যাস ও রেল দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে রংপুর বিভাগ সমিতি ঢাকা। রোববার সকাল ১১টায় কেন্দ্রীয় শাপলা চত্বর প্রাঙ্গনে রংপুর-ভূরুঙ্গামারী সড়কে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর বিভাগ সমিতি ঢাকা’র সভাপতি আব্দুল্লাহ আল নাসের,সহ-সভাপতি এ্যড.নজরুল ইসলাম,কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, ক্যান্টর্মেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ হায়দার আলী,রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি’ সাধারণ সম্পাদক হারুর অর রশীদ মিলন প্রমুখ।
এসময় বক্তারা দাবি করেন,দেশের পিছিয়ে থাকা জনপদের মধ্যে রংপুর বিভাগ অন্যতম। বৃহত্তর এই অঞ্চল কৃষি ও খনিজ সম্পদের উপর নির্ভরশীল। এখনও গড়ে ওঠেনি সারখানাসহ শিল্প-কলকারখানা। এছাড়াও কুড়িগ্রাম-ঢাকা সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নসহ পাইপ লাইনের মাধ্যমে দ্রুত গ্যাস সংযোগের দাবী জানান হয়। দাবী মানা না হলে পরবর্তীতে রাজধানী ঘেরাও সহ কঠোর কর্মসূচী নেয়া হবে বলে জানান হয়।
মন্তব্য চালু নেই