জামায়াত নেতার মুক্তি দাবি

রংপুর কারাগারে বোমা মারার হুমকি

রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক জামায়াত নেতা কফিল উদ্দিনের সঙ্গে দেখা করতে আসেন ছেলে শিবিরকর্মী জুয়েল। সাক্ষাতের একপর্যায়ে ‘বাবাকে মুক্তি দেয়া না হলে কারাগার বোমা মেরে উড়িয়ে দেয়া হবে’ বলে হুমকি দেন তিনি।
উপস্থিত কারারক্ষীরা জুয়েলের এমন দুঃসাহসিক হুমকির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশি হেফাজতে নেন।
সোমবার দুপুর দেড়টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনাটি ঘটে।
জামায়াত নেতা কফিল উদ্দিন পীরগাছায় পুলিশ কনস্টেবল মোজাহার আলী হত্যা মামলার আসামি হয়ে কারাবন্দি আছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক কফিল উদ্দিনের সঙ্গে দেখা করতে আসেন ছেলে শিবিরকর্মী জুয়েল। কারা ফটকে দেখা করার সময় প্রকাশ্যেই জুয়েল হুমকি দেন, ‘তার বাবাকে মুক্তি দেয়া না হলে কারাগার বোমা মেরে উড়িয়ে দেয়া হবে’।
এ সময় কেন্দ্রীয় কারাগারের রক্ষীরা তাকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেন।
ওসি আব্দুল কাদের জিলানী আরো জানান, শিবিরের ওই কর্মীকে থানায় পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জুয়েল ও তার বাবার ব্যাপারে বিস্তারিত তথ্য জানান নি তিনি।



মন্তব্য চালু নেই