রংপুরে ব্যবসায়ীকে অপহরণকারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত
রংপুরের পীরগঞ্জে ১৩ লাখ টাকাসহ ব্যবসায়ীকে অপহরণকারী হুমায়ুন কবীর (২৭) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার চন্ডিপুর নামক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি ছোরা, একটি ওয়ান সুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সোমবার দুপুরে পাট ব্যবসায়ী হাফিজার রহমান ইসলামী ব্যাংক পীরগঞ্জ শাখা থেকে ১৩ লাখ টাকা তুলে হাটে যাবার সময় একদল দুর্বৃত্ত র্যাব পরিচয় দিয়ে তাকে অপহরণ করে।
খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী মাইক্রোবাসটিকে ধাওয়া করে মিঠাপুকুর উপজেলার সাল্টি গোপালপুর থেকে ৫ দুর্বৃত্তকে আটক ও ব্যবসায়ী হাফিজুর এবং ছিনতাই হওয়া সাড়ে ১৩ লাখ টাকার মধ্যে ৯ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করে।
তিনি আরো জানান, আটক ডাকাতদের সঙ্গে নিয়ে তাদের অন্য সহযোগীদের গ্রেফতার করতে পুলিশ মঙ্গলবার ভোরে অভিযান শুরু করে। এসময় পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর নামক স্থানে পৌঁছলে ডাকাতদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে হুমায়ুন কবীর নিহত হয়।
তার বাড়ি বরিশাল জেলার কোতয়ালি থানার ডেকুলিয়া গ্রামে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই