রংপুরে বিএনপির অর্ধদিবস হরতাল
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে বুধবার রংপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ডাকা অর্ধদিবস হরতাল হয়েছে। হরতাল চলাকালে নগরীর দোকানপাট, শপিং মলসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। যান চলাচল বন্ধ থাকলেও অল্প সংখ্যক রিকশা ও অটোরিকশা চলাচল করছে। রংপুর থেকে ঢাকাসহ আন্ত জেলা রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের সমর্থনে বিএনপি বা অঙ্গ সংগঠনগুলো কোনো মিছিল করেনি। তাদের কোনো তৎপরতাও লক্ষ্য করা যায়নি। তবে ভোর থেকে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। নগর জুড়ে পুলিশী টহল অব্যাহত রয়েছে। কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রংপুর কোতোয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, হরতালে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুন্নবী খান সোহেলকে আটক করার পর গত ৮ এপ্রিল রংপুর গ্রাউন্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে স্থানীয় বিএনপি।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রংপুরের কৃতি সন্তান হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে রংপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ডাকা অর্ধদিবস হরতাল চলছে। বুধবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়, চলবে দুপুর ২টা পর্যন্ত।
হরতাল চলাকালে নগরীর দোকানপাট, শপিং মলসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সব প্রকার যান চলাচল বন্ধ থাকলেও অল্প সংখ্যক রিকশা ও অটোরিকশা চলাচল করছে। রংপুর থেকে ঢাকাসহ আন্ত জেলা রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতালের সমর্থনে এখন পর্যন্ত বিএনপি বা অঙ্গ সংগঠনগুলো কোনো মিছিল করেনি। তাদের কোনো তৎপরতাও লক্ষ্য করা যায়নি। তবে ভোর থেকে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। নগর জুড়ে পুলিশী টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রংপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, হরতালে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুন্নবী খান সোহেলকে আটক করার পর গত ৮ এপ্রিল রংপুর গ্রাউন্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে স্থানীয় বিএনপি।
– See more at: http://www.priyo.com/2014/04/16/64719-%E0%A6%B0%E0%A6%82%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8-%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87#sthash.z07vSjue.dpuf
মন্তব্য চালু নেই