রংপুরে ট্রাক-থ্রিহুইলার মুখোমুখি সংঘর্ষ॥ নিহত-২

রংপুরের দমদমা এলাকায় ট্রাক-থ্রিহুইলার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও আহত হয়েছে চার জন। হতাহতদের কারো পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে থ্রিহুইলারটি মিঠাপুকুরের দিকে যাওয়ার পথিমধ্যে অপরদিক থেকে আসা পন্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থ্রিহুইলারের দুই যাত্রী নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সাবাই আশঙ্কাজনক বলে জানাগেছে।

















মন্তব্য চালু নেই