রংপুরের রাণীপুকুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
রংপুরের মিঠাপুকুরে রাণীপুুকুর স্কুল অ্যান্ড কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাণীপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (অবঃ) আলহাজ্ব ডাঃ আ.ই. গোলাম মোস্তফা।
সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা।
এসময় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা আক্তার বানু, অভিভাবক সদস্য শাহীন বিপ্লব, আব্দুর রহমান মিষ্টার, ইকবাল আহমেদ প্রামানিক, মোকছেদুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য রেবেকা বেগমসহ সকল শিক্ষক/শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৪৩ টি ইভেন্টে প্রায় চার শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
মন্তব্য চালু নেই