রংপুরের মিঠাপুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
“সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫। মঙ্গলবার এ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেগম রোকেয়া অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহা.হারুন-অর-রশিদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, উপজেলা কৃষি অফিসার খোরশেদ আলম, সিনিয়র মৎস কর্তকর্তা দীপক কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লিমন, প্রেসক্লাব সভাপতি হাশেম মন্ডল প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন সহকারী মৎস কর্মকর্তা শাহ্জাহান আলী।
এর আগে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
মন্তব্য চালু নেই