রংপুরকে ছাড় নয়, হারিয়ে দিয়েই আসর থেকে বিদায় নিতে চায় কুমিল্লা

হারি আর জিতি কি আর লাভ এমন ভাবনায় নেই কুমিল্লার দলনেতা। বিপিএলের চতুর্থ আসরের গ্রুপ পর্বের শেষ দিন আজ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিকটোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।

ম্যাচটি দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমান ১২ পয়েন্ট নিয়ে রংপুর টেবিলের তৃতীয় স্থানে আছে, হাতে আছে এই ম্যাচটা। রাজশাহী আর চিটাগংয়ের ১২ পয়েন্ট থাকলেও খেলা বাকি নেই আর। চিটাগং আর খুলনার চেয়ে রান রেটেও কিছুটা এগিয়ে আছে রংপুর। আর নিজেদের ১১ ম্যাচ খেলে কুমিল্লার সংগ্রহ ৮ পয়েন্ট।

এই ম্যাচ জিতে নিলে রংপুরের সহজেই প্লে অফে জায়গা করে নেবে। হারলে পড়তে হবে জটিল সমীকরণের প্যাঁচে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এসেই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শেহজাদ। ফর্মে আছেন মোহাম্মদ মিথুন। কয়েকটি ক্যামিও ইনিংস খেলে সোম্য সরকার ইঙ্গিত দিয়েছেন ফর্মে ফেরার।

আফ্রিদি, জিয়া, নাসির জামশেদ কে নিয়ে রংপুরের ব্যাটিং লাইন আপ শক্তিশালী। সোহাগ গাজী, মুক্তার আলীর ব্যাটিংও টি-২০ ক্রিকেটে কার্যকরী। বোলিংয়ে রুবেল, আরাফাত সানি, সোহাগ গাজি, আফ্রিদি, গ্লিসন আছেন। ব্যাটিং বোলিং মিলিয়ে দলের ভারসাম্য খুব ভালো। এই ম্যাচের জয় রংপুরের প্লে অফ খেলা নিশ্চিত করবে। নির্ভার হয়ে প্লে অফের পরিকল্পনায় বসতে পারবেন কোচ জাভেদ ওমর বেলিম।

ম্যাচটির দিকে দৃষ্টি রেখেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাদের একটাই কামনা ছিল, রংপুরকে হারিয়ে দিক বরিশাল। তাহলেই যে একটা সুযোগের সম্ভাবনা ছিল। কিন্তু বরিশাল হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে তাদেরও আনুষ্ঠানিকভাবে বিদায় ঘণ্টা বেজে গেছে। এখন রংপুর রাইডার্সের বিরুদ্ধে আজকের ম্যাচটি তাদের জন্য কেবলই আনুষ্ঠানিকতা মাত্র। তাই কুমিল্লার জন্যে এবারের বিপিএল হতাশার গল্প। প্রথম বার যোগ দিয়েই রূপকথার মতো চ্যাম্পিয়ন হয়ে যাওয়া কুমিল্লা এবার বেশ শক্তিশালী দল গড়লেও বাদ পড়ছে প্লে অফ খেলার আগেই।

ইনজুরি নিয়েও খেলে চলেছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। শেষ ম্যাচে অধিনায়কের দুর্দান্ত বোলিং জয় এনে দিয়েছিলো কুমিল্লাকে। নাবিল সামাদ, রাশিদ খান, সাইফুদ্দিন, সোহেল তানভীরকে নিয়ে সাজানো বোলিং আক্রমণ বেশ ধারালো। ইমরুল কায়েস, শেহজাদ, স্যামুয়েলস এর ব্যাটেও এখন রানের ফুলঝুরি। লিটন, শান্ত, খালিদ লতিফের ব্যাটিং আস্থা রাখার মতো।

কুমিল্লা ভুগেছে শুরুর দিকে মূল ব্যাটসম্যানের কেউই ধারাবাহিক ভালো খেলতে পারেননি। সেসব ম্যাচে পয়েন্ট খুইয়ে শেষ দিকে এসে টানা তিন জয় বিপিএল-এর প্লে অফের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছিলো। কিন্তু, বরিশাল খুলনার সাথে হারায় সেই গাণিতিক সমীকরণের সম্ভাবনা শেষ হয়ে গেছে। অধিনায়ক মাশরাফিকে ইনজুরি নিয়েও দুর্দান্ত লড়াই করার পুরষ্কার হিসেবে ম্যাচটা জিতে তাঁকে উপহার দিতে পারে কুমিল্লা।

রংপুরের জন্যে প্রেরণা শেষ চারে জায়গা নিশ্চিত করা। কুমিল্লার আকাঙ্ক্ষা থাকবে শেষটা জয়ের আঁচড় দিয়ে যবনিকা টানার। এই দুই লক্ষ্য অর্জনের লড়াই মিরপুরের ২২ গজে তুলতে পারে বিশাল ঝড়।



মন্তব্য চালু নেই