যৌন হয়রানির অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার

এক পোশাক শ্রমিককে যৌন হয়রানির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মেদ ওরফে লিটন সরকারকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা যুবলীগের এক জরুরি বৈঠক শেষে উপজেলা যুবলীগের আহ্বায়ক হিরু মিয়া, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, আবুল হাশেম ও কে এম ইব্রাহীম খালেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।

কালিয়াকৈর উপজেলা যুবলীগের আহ্বায়ক হিরু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কালিয়াকৈরের মাঝুখান গ্রামের করিম সরকারের ছেলে মৌচাক ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক লিটন সরকার দীর্ঘদিন ধরে একই এলাকার গার্মেন্টস কর্মী মাকসুদা আক্তারকে কারখানায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন।

এ ঘটনায় মাকসুদা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি কালিয়াকৈর উপজেলা যুবলীগের নজরে আসলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্তে লিটনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দলের সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।



মন্তব্য চালু নেই