যৌন দৃশ্য নিয়ে খোলামেলা কথা বললেন ওম (ভিডিও)
তিনি নিজেও ক্যামেরার সানে অনেক ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় করেছেন৷ তবে ভারতীয় অভিনেতাদের লাভমেকিংয়ের দৃশ্যে অভিনয় নিয়ে বেশ বিরক্ত এই বর্ষিয়ান অভিনেতা৷
কিছুদিন আগে মল্লিকা শেরওয়াতের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাঁকে৷ কিন্তু তাঁর বক্তব্য, ভারতীয় সিনেমায় এই দৃশ্যগুলো যেভাবে দেখানো হয় তা খুব খারাপ৷ তাঁর প্রশ্ন, কোন দেশের মানুষ জামাকাপড় পরে ‘সেক্স’ করে? অথচ ভারতীয় ছবিতে তাইই দেখানো হয়৷
বিরক্ত ওমের বক্তব্য, যদি ঠিকঠাক করে এরকম কোনও দৃশ্য দেখানো নাই যায়, তাহলে না দেখানোই ভালো৷ কিংবা শুধু মুখের ক্লোজ আপ দেখানোও চলে? জামাকাপড় পরা অবস্থায় যৌনতা দৃশ্য দেখানোর মধ্যে কোনওরকম নান্দনিকতা নেই৷
ভারতীয় অভিনেতারাও যে এরকম দৃশ্যে মোটেও সাবলীল নন, সে কথা জানিয়েছেন তিনি৷ বেশীরভাগ সময়েই দৃশ্যগুলো বিশ্বাসযোগ্য হয় নাষ অভিনেতাদের শরীরের অঙ্গ সঞ্চালনের মধ্যে অনেক খুঁত থেকে যায় বলে তাঁর মত৷প্রসঙ্গত বাসু চট্টোপাধ্যায়ের ‘আস্থা’ ছবিতে রেখার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন ওম৷
সেখানে পোশাক পরা অবস্থাতেই দুই অভিনেতাকে এরকম দৃশ্যে দেখা গিয়েছিল৷ সে প্রসঙ্গে ওমের বক্তব্য, দৃশ্যটিকে যেরকম নান্দনিকতার সঙ্গে শুট করা হয়েছিল, তা আর এখন দেখা যায় না৷
তার মানে অবশ্য এই নয় যে নগ্নতার পক্ষে সওয়াল করছেন তিনি৷ এ প্রসঙ্গে স্মিতা পাতিলের সঙ্গে ‘আক্রোশ’ ছবির লাভমেকিংয়ের দৃশ্যের কথা বলেন তিনি৷ সেখানে স্মিতা শাড়ি পরেই ছিলেন গোটা কবিতা জুড়ে৷ কিন্তু তাঁর বক্তব্য, পোশাক খোলার প্রয়োজন নেই, কিন্তু অভিনেতাদের গোঁড়ামি. জড়তাগুলো ছুঁড়ে ফেলা উচিত৷
তিনি ছবি পরিচালনা করলে এ দৃশ্য এমনভাবে শুট করবেন, যাতে তা দেশের সেরা লাভমেকিং সিন হয়ে ওঠে-এমনটাই আশা প্রকাশ করেছেন ওম৷
https://youtu.be/HHMaslIP2sM
মন্তব্য চালু নেই