যৌনতা নিয়ে যা বললেন ২২ বছর বয়সী অভিনেত্রী

হলিউড সুন্দরী, তারকা অভিনেত্রী ও গায়িকা ডেবি রায়ান এবার যৌনতা নিয়ে মুখলেন, তিনি যৌনতা বিষয়ে জানালেন, বিনোদন জগতে যৌনতা ১০০ ভাগ সমস্যা। তিনি রূপালি জগতে খোলামেলা হওয়ার থেকে যৌনতাকে ভয়াবহ বলেও উল্লেখ করেন।

এইচ শোবিজ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ২২ বছর বয়সী উঠতি অভিনেত্রী ও শিল্পী এমনই চমকপ্রদ মন্তব্য করেন। বলেন, ‘এখানে আমাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। আমি যে যুদ্ধ করেছি তা কেউ জানে না। তবে মনে রাখা উচিত, খোলামেলা হওয়ার চেয়েও যৌনতা বড় সমস্যা।’

মার্কিন এই গায়িকা-নায়িকা সাক্ষাৎকারে বলেন, ‘যৌনতা অবশ্যই এখানে শতকরা ১০০ ভাগ একটি সমস্যা। তার এই ছোট্ট ক্যারিয়ারে সেক্সিজমের বিরুদ্ধে অনেক লড়াই করেছেন বলেও উল্লেখ করেন। এরজন্য তাকে নিয়েও প্রচুর সমালোচনা হয়েছে, এমনকি একটা সময় প্রায় প্রতিটি দিন এইসব সালমাতে বেশ বেগ পেতে হত ডেবিকে।

পাশ্চাত্যেও যে নারীরা বৈষম্যের শিকার, তাও সাহসিকতার সাথে উল্লেখ করেন এই তারকা অভিনেত্রী। এ সম্পর্কে তিনি বলেন, পাশ্চাত্যেও নারীরা বৈষম্যের শিকার। যা কখনই কাম্য নয় বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই