যৌনতার বিনিময়ে সিদ্ধ ডিম !

হাতে পয়সা নেই। কিন্তু শরীরে কামনা ষোলআনা। আর তা মেটাতে এক যুবক যা করল তা নজিরবিহীন। একখানা সিদ্ধ ডিমের বদলে যৌনতার দাবি করল এক পতিতার কাছে। বিনিময়ে ফিরতে হল ধোলাই খেয়ে।

গোড়া থেকেই ওই যৌনকর্মীর সঙ্গে যুবকটি অভব্যতা করে বলে অভিযোগ। প্রথমে তাঁর অন্তর্বাস ধরে টানাটানি করে। শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে, যুবকটির ব্যবহারে গোড়া থেকেই অসন্তুষ্ট ছিলেন ওই পতিতা। নিজের পেশার

প্রতি সম্মান ছিল তাঁর। যুবকটির কাছে যে টাকা-পয়সা নেই তা আঁচ করতে পেরেছিলেন তিনি। যুবকটি যৌনতার প্রস্তাব রাখলে দর হাঁকেন তিনি। আর বিনিময়ে একটি মাত্র সিদ্ধ ডিম দিতে চায় যুবকটি। কেননা হাতে থাকা শেষ টাকা দিয়ে সে দুটি ডিম কিনেছিল। একটি খেয়ে ফেলেছিল।

বাকি একটি দিয়েই যৌনতা খরিদ করতে চেয়েছিল। যুবকের এ প্রস্তাব শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পতিতা। হাতে ধরা বিয়ারের বোতল দিয়ে মাথায় মারেন যুবকটির। রক্তাক্ত অবস্থায় যুবকটির বক্তব্য, মারার কী দরকার ছিল, স্রেফ না বললেই পারত! জিম্বাবুয়ের এ ঘটনা নেটদুনিয়ায় হাসির খোরাক হলেও, আসলে সে দেশের অর্থনীতির করুণ হালটিই তুলে ধরেছে।



মন্তব্য চালু নেই