যৌতুক না পেয়ে শাশুড়ির মাথা ফাটালো জামাই

যৌতুক না পেয়ে শাশুড়িকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে তার মেয়ে জামাই। তার মাথায় ১৪টি সেলাই দিতে হয়েছে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর নয়াপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা্ ঘটে।

আহত সামছুন্নাহারকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। পুলিশ জামাইকে গ্রেফতার করেছে।

আক্কেলপুর থানা সূত্রে জানা গেছে, আহত শাশুড়ি সামছুন্নাহারের নবম শ্রেণি পড়ুয়া মেয়ে দোলা বেগমের সাথে গোপনে বিয়ে হয় একই উপজেলার আওয়ালগাড়ী গ্রামের মিনার হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকে মিনার যৌতুকের জন্য শাশুড়িকে চাপ দিতে থাকে। শাশুড়ি ৯০ হাজার টাকা দিলেও জামাই বায়না ধরে মোটরসাইকেল দেয়ার জন্য। তাতে রাজি না হলে আজ বিকেলে মাঠে কাজ করার সময় মিনার তার শাশুড়ির মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা সামছুন্নাহারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলা হলে পুলিশ মিনার হোসেনকে গ্রেফতার করে।



মন্তব্য চালু নেই