যে ৮ জন অভিনেতা তাদের স্ত্রীদের চেয়ে বয়সে ছোট (ভিডিও)
নির্দিষ্ট কিছু সময়ের ব্যবধান সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে না বলে জানিয়েছেন মার্ক টোয়াইন।
আর হলিউড তারকারা যে এই নীতিতে বিশ্বাসী তা অনেক জোর দিয়েই বলা যায়। অসংখ্য উদাহরণও আছে। কারণ যুগে যুগে নায়ক কিংবা নির্মাতারা অহরহ নিজের চেয়ে বয়সে বড় মেয়ের প্রেমে পড়েন, বিয়ে করে ঘরও বাঁধেন।
বয়সের ব্যবধান ভালোবাসার সামনে দেয়াল হয়ে দাঁড়াতে পারে না। বলিউডে তেমন কয়েকটি জুটিকে দেখে নিন।
https://www.youtube.com/watch?v=52mcsmAO0B0
মন্তব্য চালু নেই