যে ৭ কারণে খেলোয়াড়দের সঙ্গে ডেট করতে চান মেয়েরা

পার্টনার যদি হয় স্পোর্টসম্যান? বেশ সুবিধা পাওয়া যায়, আর যদি না হয়, তা হলে জেনে নিন মেয়েরা কেন অন্তত একবার কোনও স্পোর্টসম্যানের সঙ্গে প্রেম করতে চাই! কেন জানেন? খবর এবিপি’র।

১. টু বি অনেস্ট। ছেলেদের ফিজিক দেখে মেয়েরা আকৃষ্ট হন। তো আপনার সঙ্গী যদি স্পোর্টসম্যান হন, নিজের ফিটনেস নিয়ে চিন্তা করবেন বৈকি।

২. খুব কম মহিলাই খেলা পাগল। তাই আপনার স্পোর্টসম্যান পার্টনারকে নিয়ে কোনও কম্পিটিশন নেই।

৩. স্পোর্টসম্যান মাত্রই ভরপুর পজিটিভ এনার্জি। তাই আপনার সঙ্গীর মধ্যেও এই গুণ থাকা স্বাভাবিক। কোনও সমস্যায় পরলে তার সঙ্গে শেয়ার করুন। পজিটিভ রেজাল্ট পাবেন।

৪. ছেলেদের গিফট দেওয়ার ক্ষেত্রে অপশন খুব লিমিটেড। ঘড়ি, বই বা সিডিতেই ঘোরাফেরা করে। কিন্তু আপনার ডেটিং পার্টনার স্পোর্টসম্যান হলে আপনার হাতে গিফট দেওয়ার অপশন তো অনেকটাই বাড়ল।

৫. আপনি নিজেও যদি স্পোর্টস লাভার হন, তা হলে এমন একজনের সঙ্গে ডেট করাটা তো আইডিয়াল। সারাক্ষণ আপ টু ডেট থাকতে পারবেন অনায়াসেই।

৬. সাধারণত স্পোর্টসম্যানরা অ্যাডভেঞ্চার প্রিয়। এটা আপনার উপরি পাওনা হতেই পারে। ধরুন আপনার বাবা খেলা পাগল। সেক্ষেত্রে আপনার ডেটিং পার্টনার যদি স্পোর্টসম্যান হন, বাবার সামনে তাকে যখন হাজির করবেন কমন টপিকের অভাব হবে না।

৭. সাধারণত স্পোর্টসম্যানরা বেশ খোলা মনের মানুষ হন। তাই আপনার কাজে তিনি প্রশ্ন তুলবেন, এমন সম্ভবনা অনেকটাই কম।



মন্তব্য চালু নেই