যে ৭০ হাজার মুমিন বিনা হিসাবে জান্নাতে যাবে

ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) বলেছেন, “..এক সময় আমার সামনে অতীতের সকল নবী ও উম্মতকে পেশ করা হল । অতঃপর আমি একজন নবী এবং তার সাথে একদল লোককে দেখলাম । তারপর আরেক জন নবীকে দেখলাম তার সাথে ১জন বা ২জন লোক রয়েছে । তারপর আর একজন নবীকে দেখলাম তার সাথে একজনও নেই ।

ইতিমধ্যে আমার সামনে একটি বড় দলকে পেশ করা হল । আমি মনে করলাম তারা যদি আমার উম্মত হত ! আমাকে বলা হল, তিনি মূসা (আঃ) এবং এগুলো তার উম্মত । তারপর আমাকে বলা হল আপনি লক্ষ্য করুন, একটি খুব বড় দল দেখলাম, আমাকে বলা হল এই হচ্ছে আপনার উম্মত । তাদের সাথে সত্তর (৭০) হাজার লোক রয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে এবং তাদের কোন শাস্তি হবে না। (সুবহানাল্লাহ)



মন্তব্য চালু নেই