যে ৪০টি ছবি জানিয়ে দেবে “দুবাই” পৃথিবীর সবচাইতে বিচিত্র ও ধনী মানুষদের শহর
সত্যি কথা বলতে কি, দুবাই কতটা বিচিত্র একটা শহর সেটা ভাষায় বুঝিয়ে বলা খুবই কঠিন। দুবাইয়ের জনগণের যা আছে, সেটা হচ্ছে বিপুল পরিমাণ টাকা। আর এই টাকা প্রদর্শনকরতে মোটেও কার্পণ্য করে না তাঁরা।
আমাদের কাছে যেগুলো অসম্ভব, তাঁদের কাছে সেগুলোই নিত্য দিনের ব্যাপার। ATM মেশিন থেকে যদি টাকার বদলে সোনা বের হয়, খটখটে মরুভূমির মাঝে যদি থাকে পৃথিবীর সবচাইতে বড় ফুলের বাগান, আকাশে যদি হয় টেনিস খেলার ব্যবস্থা, সোনা দিয়ে যদি তৈরি করা হয় গাড়ি ও মোবাইল ফোন, কিংবা বাঘ-শিংহের মত ভয়ানক প্রানীকে যদি পোষা হয় বেড়ালের মত আগাগোড়া সোনায় তৈরি কমোডের কথা আমরা কেউ চিন্তা করতে পারি? কিংবা নিজের পোষা বাঘকে আস্ত একটা হাঙর কেটে খাওয়ানোর কথা ভাবতে পারি? আরও আছে, মরুভূমির মাঝেই বরফে ঢাকা মাঠ, হীরা খচিত গাড়ি, পৃথিবীর সবচাইতে বিলাসবহুল হোটেল
সেগুলো দেখতে কেমন লাগবে আপনার? দেখে নিন দুবাইয়ের চোখ ধাঁধানো এমন কিছু ছবি, যেগুলো আপনাকে রীতিমত ধাঁধায় ফেলে দেবে। হলফ করে বলা যায়, এই ছবিগুলো আপনি আগে কখনোই দেখেন নি!
মেঘের ওপরে সবচাইতে উঁচু বিল্ডিং বুরজ খলিফা
টাকা নয়, এই মেশিন দিয়ে বের হয় সোনা!
আকাশে টেনিস খেলার ব্যবস্থা!
ট্র্যাফিক জ্যামের প্রতিটি গাড়িই বিলাস বহুল, যা আমাদের দেশে কালে ভদ্রে চোখে পড়ে
পোষা সিংহের পিঠে!
এয়ারপোর্টে অবহেলায় পড়ে আছে এত দামী গাড়ি!
হেলিকপটার করে নেয়া হচ্ছে গাড়িকে
পারকিং লটে গাড়ির পাশে উটও “পার্ক” করে রাখা!
মালিকের গাড়িতে পোষা সিংহ
এই বিলাস বহুল গাড়ি ব্যবহার করেন দুবাই পুলিশেরা!
না, ফ্ল্যাট নয়। বাথরুম!
আর এই বিলাসবহুল গাড়িগুলো দুবাই ফায়ার সার্ভিসের
পোষা চিতা বাঘ নিয়ে বেড়াতে যাওয়া হচ্ছে
যে দেশে সোনার কোন মূল্যই নেই!
পৃথিবীর সবচাইতে বড় শপিং মল!
১২০০ ডলারেরও বেশী মূল্যের এই কাপকেকটি পৃথিবীর সবচাইতে দামী কেক। খাওয়ার যোগ্য সোনায় তৈরি!
পোষা সিংহীর সাথে খেলাধুলা!
পৃথিবীর সবচাইতে বড় ফুলের বাগান, মরুভুমির বুকে!
সোনায় তৈরি এস ইউ ভি!
এই সমস্তই হচ্ছে সাগরের বুকে তৈরি কৃত্রিম দ্বীপ!
সোনায় মোড়ানো মোবাইল ফোন
সোনার তৈরি কমোড
এমন বিলাসবহুল মোটর বাইক চোখে পর্বে দুবাইতেই
আন্দাজ করতেই পারছেন কত হবে এর দাম!
পোষা বাঘের ছানাদের হাঙ্গর ভোজ
হোয়াইট গোল্ডের মার্সিডিজ
হীরক খচিত গাড়ি
পৃথিবীর অন্যতম বিলাস বহুল হোটেল আটলান্টিস
আটলান্টিসের অন্দর মহল
পৃথিবীর সবচাইতে বড় শপিং মলের ভেতরে
দুবাইের বাস
বিলের পরিমাণটা দেখুন খালি!
মরুভূমির বুকে ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে হট চকলেট পান
উটের দৌড়, জকি হিসাবে আছে রোবট!
পুলিশ বাহিনীর বিলাস বহুল গাড়ি
সম্পূর্ণটাই সোনায় তৈরি
মরুভূমির বুকেই স্কি করার মাঠ!
পৃথিবীর সবচাইতে বিলাস বহুল স্টার বাকস কফি আউটলেট
পোষা সিংহী
পোষা বাঘের সাথে ঘোরাঘুরি
মন্তব্য চালু নেই