যে ২৫টি ভ্রান্ত ভাবনার কারণে মেয়েরা প্রেম করে “খারাপ” ছেলেদের সাথে!

একটু লক্ষ্য করলেই দেখবেন যে অনেক চমৎকার সব মেয়ে প্রেম করছেন নিতান্তই বাজে ধরণের কিছু ছেলের সাথে। ছেলেটি হয়তো মেয়েটির যোগ্য নয় মোটেই, মাদকাসক্ত বা অনৈতিক কাজে জড়িত, শিক্ষাগত যোগ্যতা নেই। কিংবা হয়তো চরিত্র খারাপ, মেয়েটির সাথে খুবই বাজে আচরণ করে, মেয়েটিকে ব্যবহার করছে নিজের স্বার্থে। কিন্তু তবুও মেয়েগুলোকে দেখে যায় অন্ধ এমন প্রেমিকের প্রতি। কিন্তু কেন? জেনে নিন ২৫টি ভ্রান্ত ধারণা, যেগুলোর কারণে মেয়েরা প্রেম করেন বাজে ছেলেদের সাথে।

১) ভালোবাসায় সবকিছু শুধরে নেয়া সম্ভব। সবার চাইতে বড় ভালোবাসা। (এগুলো কেবলই অতি আবেগী কথা)

২) আমি ওকে যত কাছ থেকে চিনি, আর কেউ সেভাবে চেনে না। তাই কেউ ওকে বুঝতে পারে না।

৩) আমার ভালোবাসা ওকে বদলে দেবে। (একজন মানুষকে আগাগোড়া বদলে ফেলা অসম্ভব)

৪) ও খুব চাপা, নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। তাই সবাই ওকে ভুল বোঝে। (পৃথিবীর সবাই একসাথে ভুল হতে পারে না!)

৫) ঠিক আছে, ও ভদ্রতা জানে না। কিন্তু সেটা ওর পরিবারের দোষ। সবাই বেড়ে ওঠা তো একরকম নয়! (মানুষ নিজেও তো ভদ্রতা শিখতে পারে)

৬) নিশ্চয়ই ছোটবেলায় ও অনেক নির্যাতনের শিকার হয়েছে। (সেটা হতেই পারে। অনেকেই হন, কিন্তু তাঁর অর্থ কি এই যে নিজেকে নষ্ট করে ফেলতে হবে?)

৭) ওর পরিবার ভালো না/ ওর পরিবার ওকে ভালোবাসে না/ওর পরিবারে অনেক অশান্তি।

৮) ও আসলে বেশি সোজা সাপটা, কিছু ভেবে কথা বলে না। তাই সকলে ভাবে আচরণ খারাপ।

৯) অফিসে ও পলিটিক্সের শিকার, এ কারণেই উন্নতি হচ্ছে না কাজ ভালো করা সত্ত্বেও। (এমনও হতে পারে অফিসে তিনি ফাঁকিবাজ, তাই না? )

১০) ও আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই এত শাসন করে।

১১) কোন মানুষই পারফেক্ট নন, কেউ কেউ একটু বেশি রুঢ় স্বভাবের হতেই পারে।

১২) ও আমাকে ছেড়ে থাকতে পারবে না। (এটা রীতিমত দিবাস্বপ্ন। কেউ কাউকে ছাড়া মরে যায় না। )

১৩) সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, ও আমার মূল্য বুঝতে শিখবে।

১৪) সবাই নিজেকে প্রকাশ করতে পারে না। আমি যদি ওকে না বুঝি তো কে বুঝবে?

১৫) ও আমার মাঝে নিজের মা-কে খোঁজে। ( এই ভাবনাটা রীতিমত অস্বাস্থ্যকর)

১৬) ও চায় মেয়েরা দূরে থাকুক, তাই বাজে আচরণ করে।

১৭) আচরণ যেমনই হোক, আমাকে ঘিরেই ওর পৃথিবী। সে কখনো আমার ক্ষেত্রে স্বার্থপর হবে না।

১৮) না, ও আমাকে অসুন্দর বলেনি। কেবল আমার পোশাকটা ওর কাছে ভালো লাগছিল না। (আপনাকে তিনি খারাপ বলেছেন, সত্যটা আপনি গ্রহণ করতে পারছেন না।)

১৯) ও প্রকাশ করে না, কিন্তু আমার সব ব্যাপারেই সে খেয়াল রাখে। (প্রমাণ কোথায়?)

২০) ওর কারণেই জীবনটা এত অ্যাডভেঞ্চার ভরা। (অ্যাডভেঞ্চারের স্বাদ পাবার জন্য অনৈতিক কাজে জড়াবার কোন প্রয়োজন নেই)

২১) হয়তো আমিই ওর জন্য পারফেক্ট প্রেমিকা হতে পারছি না, তাই ও এমন করছে। আমি নিজেকে শুধরে নিতে পারলে সব ঠিক হয়ে যাবে। (নিজেকে দোষারোপ করা বন্ধ করুন)

২২) একটু রাফ ছেলেরাই আসলে বেশি পুরুষালি।

২৩) রুঢ় ব্যবহারের পুরুষেরা স্ত্রীর বেশি কেয়ার করে।

২৪) ভুল মানুষ করতেই পারে, বারবারও ভুল হতে পারে। ক্ষমা করতে না পারলে কীসের ভালোবাসা!

২৫) ও আমাকে ক্ষেপিয়ে মজা পায় (আসলে এটাই তাঁর আসল আচরণ)

সূত্র-
এলিট ডেইলি



মন্তব্য চালু নেই