যে ১০টি পথে প্রযুক্তি আপনার প্রেম ও যৌনতার বারোটা বাজিয়ে দিচ্ছে
গুগ্ল-এ গিয়ে ডেটিং করছেন? সত্যি, প্রেমের প্রকৃত আনন্দ থেকেই বঞ্চিত হচ্ছেন।
অফিসের কাজ বাড়িতে চলে আসছে। এর থেকে ক্ষতিকর আর কী-ই বা হতে পারে?
অনলাইনে বন্ধু খোঁজার চেষ্টা করছেন? অথচ, রক্তমাংসের মানুষটাকে তো কোনও দিন দেখেননি। তাহলে পছন্দের ভিত্তি কী, সে প্রশ্ন করেছেন?
অনলাইন পর্নোগ্রাফি দেখে সম্পর্কেও তেমনই উষ্ণতা চান? মনোমালিন্য অনিবার্য।
ফেসবুক থেকে জন্ম নেয় পরশ্রীকাতরতার। গবেষণায় সেটাই দেখা গিয়েছে। এটা হলে সম্পর্ক খারাপ হবেই।
ফেসবুকের নেশার কথা আলাদা করে বলতে হয় না।
ভিডিও গেম্সে ডুবে রয়েছেন? কিন্তু গতরাতে স্ত্রী কেন খাননি, সে খোঁজ নিয়েছেন? তাঁকে এখন ঠিক এইভাবে আগলে রাখা উচিত, সেটা ভুলে গিয়েছেন।
ইন্টারনেট থেকে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার খোঁজ পেয়ে তাঁর পিছু নেওয়া? হয়ে গেল আপনার প্রেম বা বিবাহিত জীবনের।
ইন্টারনেট এবং পর্নদুনিয়ার সম্পর্ক দীর্ঘদিনের।
নেটফ্লিক্স-এর দৌলতে এসে গিয়েছে খুল্লমখুল্লা যৌনতার আর এক দুনিয়া। আপনার যৌনজীবনের বারোটা বাজছে।
মন্তব্য চালু নেই