যে ১০টি গয়না পরা ভারতীয় মেয়েদের স্বাস্থ্যের পক্ষে ভাল

ভারতীয় মেয়েরা গয়না পরতে ভালবাসেন। পৃথিবীর মধ্যে যে সব দেশে খুব বেশি গয়না পরার চল রয়েছে তার মধ্যে ভারত অন্যতম। কিন্তু গয়নার সঙ্গ স্বাস্থ্যের সম্পর্ক? দেখে নিন প্রচলিত মত কী বলে।

ভারতীয় মেয়েদের গয়নার প্রতি ঝোঁক যেমন রয়েছে, ভারতীয় সমাজও মেয়েদের গয়না পরতে উৎসাহিত করে। প্রচলিত বহু মত অনুযায়ী এই অভ্যাস নাকি মেয়েদের স্বাস্থ্যের পক্ষে ভাল। কোন কোন গয়নায় কী কী উপকার হয় বলে এদেশে প্রচলিত ধারণা জেনে নিন—

১) আংটি
বলা হয় আংটি পরলে তা মেয়েদের শরীরের পক্ষে ভাল কারণ আঙুলের নার্ভের সঙ্গে হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের সরাসরি যোগ রয়েছে।

২) দুল
বলা হয় কানের লতিতে যে নার্ভটি রয়েছে তা কিডনি, ব্রেন এবং সার্ভিক্সের সঙ্গে যুক্ত তাই মেয়েদের দুল পরা ভাল।

৩) বালা
হাতে বালা পরলে নাকি শরীরে রক্ত চলাচল বাড়ে এবং এর ফলে শরীরে প্রচুর এনার্জির সঞ্চার হয়।

৪) নথ
মেয়েরা নাকে নথ পরলে নাকি তাদের নিঃশ্বাস প্রশ্বাস নিয়মিত এবং স্বাভাবিক থাকে।

৫) মঙ্গলসূত্র
বিবাহিত মেয়েদের এই গয়নাটি নাকি হৃৎপিণ্ডে রক্ত চলাচল ভাল রাখে।

৬) পায়েল
বলা হয় পায়েল পরলে নাকি মেয়েদের শরীরে এনার্জির সঞ্চার হয় এবং এই রুপোর গয়নাটি নাকি আসলে এনার্জি কনডাকটর।

৭) আঙট
বিবাহিত মেয়েদের চিহ্ন এই গয়নাটি নাকি মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকল ঠিক রাখে এবং গর্ভধারণ করতে সাহায্য করে।

৮) টিকলি
সিঁথির এই গয়নাটি নাকি মেয়েদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বলে ধারণা।

৯) বিছে হার
কোমরের এই আকর্ষণীয় গয়নাটি নাকি শরীরের ওই অংশে অতিরিক্ত মেদ হতে দেয় না।

১০) আর্মলেট
প্রচলিত ধারণা যে বাহুতে পরার এই গয়না বাহুর রক্ত চলাচল স্বাভাবিক রাখে।



মন্তব্য চালু নেই