যে ১০টি কাজ করে আপনি আপনার নিজের জীবন বিষময় করে তুলছেন

যৌনতাকে জীবনে অযথা বাড়তি জায়গা দেওয়া সবথেকে বড় ভুল। ইন্টারনেট থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, যৌনতার বিরক্তিকর ছড়াছড়ি সর্বত্র।

শরীরচর্চা থেকে শতহস্ত দূরে চলে যাওয়া।

শপিংয়ের পিছনে দেদার খরচ। এর বেশিরভাগই কিন্তু অপ্রয়োজনীয়।

রাজনীতি নিয়ে কাটাকাটি, হানাহানি।

ধর্ম নিয়ে মাতামাতি।

ইন্টারনেটে চোখ সেঁটে রাখা সর্বক্ষণ। সেখানে যৌনতার ছড়াছড়ি।

অর্থের অহমিকা আপনাকে দূরে ঠেলে দিচ্ছে নিকটজনদের থেকে।

অতিরিক্ত মদ্যপান বারোটা বাজিয়ে দিচ্ছে রোজকার ছন্দের।

অপ্রয়োজনীয় খরচে চাপ বাড়ছে জীবনে।

নিয়মিত গানবাজনার চর্চা প্রায় উঠে যাওয়ার মুখে। প্রায় সকলেই কেরিয়ার নিয়ে ব্যস্ততার দোহাই দেন।



মন্তব্য চালু নেই