যে সিনেমায় শব্দ প্রতি অভিনেতা নিয়েছেন সাড়ে ১৬ লাখ টাকা!
একটা সিনেমায় বলতে একজন অভিনেতার পারিশ্রমিক কত হতে পারে? বলিউডের সালমান-শাহরুখ-অক্ষয় থেকে হলিউডের লিওনার্দো দ্য ক্যাপ্রিও-জেনিফার লরেন্স। তাদের ভক্তকূলের জোর এতটাই বেশি যে তাদের পারিশ্রমিকও আকাশছোঁয়া। কিন্তু এখন যে অভিনেতার কথা বলব তার পারিশ্রমিককে ডায়লগ অনুযায়ী ভাগ করে যা দাঁড়াবে সেটা শুনলে চোখকপালে ওঠার জোগাড় হবে।
সিনেমার নামটা আগে বলে নেয়া যাক। টার্মিনেটর টু-জাজমেন্ট ডে। ১৯৯১ সালে সায়েন্স ফিকিশন অ্যাকশন থ্রিলার এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেন আর্নল্ড শোয়ার্জনেগার। ১৯৮৪ সালে টার্মিনেটর-এর দুরন্ত বক্স অফিস সাফল্যের ৭ বছর পর দ্বিতীয় পার্ট মুক্তি পায়।
পুরো সিনেমা জুড়ে ‘মেশিন মানব’ আর্নল্ড নানা কীর্তি করেন। আর্নল্ডই ছিলেন ছবির প্রধান চরিত্রে। কিন্তু চরিত্রের প্রয়োজনে টার্মিনেটর-এর চরিত্রে আর্লন্ড খুব কম ডায়লগ দেন। দু একটা ছোটখাটো ডায়লগ ছাড়া পুরো সিনেমাটতে খুব একটা মুখই খোলোনি আর্নল্ড। একমাত্র স্পষ্ট করে মুখ খুলে টার্মিনেটর হিসেবে আর্নল্ড বলেছিল, হাস্তা লা ভিস্তা, বেবি (Hasta la vista, baby)। দেখা যায় ডায়লগ হিসেবে এই সিনেমায় ২১ হাজার মার্কিন ডলার নিয়েছেন। মানে একটা শব্দের জন্য আর্নল্ডের পারিশ্রমিক ছিল বাংলা টাকায় প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। আজ থেকে বছর ২৫ আগে এত পারিশ্রমিক! ভাবা যায়।-জিনিউজ
মন্তব্য চালু নেই