যে সকল গুণের অধিকারী হয় ধীর-গতির মানুষেরা

ধীর-গতি সম্পন্ন মানুষের বিভিন্ন সময়ে মানুষের বিভিন্ন কটু কথা শুনতে হয়। কারন, তারা অনেক ছোট কাজ করার জন্য অনেক সময় অতিবাহিত করে। কিন্তু তাদের মাঝে কিছু গুণ রয়েছে, যা সকলের মাঝে পরিলক্ষিত হয় না। যেমন- তারা ধৈর্যশীল, তারা যেকোনো কথা অনেক মনোযোগ দিয়ে শুনে। তাদের আরও কি কি গুণ রয়েছে, নিম্নে তা আলোচনা করা হল-

১. তারা অগ্রধাবন পছন্দ করেন না:
তারা যেকোনো কাজ করার ক্ষেত্রে অনেক ধৈর্য্য ধারণ করেন। তারা দ্রুত গতিতে কোন কাজ করতে পছন্দ করেন না। ধীরে, সুস্থে কাজ করতে তারা ভালবাসেন। ধীরগতির কাজেই কিন্তু সুফল পাওয়া যায় বেশি। তাই, তাদের ধীরগতি সুফল বয়ে আনতে পারে।

২. গভীরভাবে চিন্তা করেন:
প্রত্যক মানুষের নিজ নিজ বিশ্বাস ও ধারণা রয়েছে। ধীরগতির মানুষেরা সকল বিষয় খুব গভীরভাবে চিন্তা করে। যার ফলে তাদের সময়েরও বেশি প্রয়োজন হয়।

৩. তারা শুধু তখনই কথা বলে, যখন কথা বলার প্রয়োজন হয়:
যারা সম্পূর্ণ প্রশ্ন শোনার আগেই উত্তর দেয়ার চেষ্টা করেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক উত্তর দিতে পারেন না। কিন্তু, ধীরগতির মানুষেরা সময় নিয়ে চিন্তা করে খুব ভালভাবে উত্তর দিতে পারে। তারা সবসময় সকল কথা মনে রাখার চেষ্টা করেন।

৪. অন্যদের তুলনায় অধিক ধৈর্যশীল:
তারা কাজের ক্ষেত্রে ধীর হবার কারনে, অন্যরা সেই একই কাজ করতে নিলে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকে। তারা সকল কাজে ধৈর্যের পরিচয় দেয়। তাদের জিদ অনেক কম থাকে। তাদের মাঝে ঈর্ষার অনুভূতি থাকে না। তারা সকলের মাঝে ভালবাসা ছড়াতে পছন্দ করে।

৫. সে শুনতে পছন্দ করেন:
ধীরগতির মানুষেরা কম কথা বলতে পছন্দ করেন। কিন্তু, তারা মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনতে ও তা সমাধানের জন্য চেষ্টা করতে পছন্দ করেন। সকলেই তাকে পছন্দ করেন, যারা তাদের কথা শুনতে ভালবাসেন। তাই, ধীরগতির মানুষেরা সকলের প্রিয় মানুষও হয়।

৬. তারা একা থাকতে পছন্দ করেন:
ধীরগতির মানুষেরা একা থাকতে পছন্দ করেন, বলে এই নয় যে তারা কোলাহল প্রিয় নয়। তারা দিনের কিছু সময় একান্তে থাকতে পছন্দ করেন। তারা সবকিছু অনুভব করতে চায়। এতে তাদের মধ্যে নতুন শক্তির সঞ্চার হয়।

৭. তারা সবসময় সঠিক পথে থাকতে চায়:
জীবনধারণের ক্ষেত্রে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। ধীরগতির মানুষেরা এ সমস্যায় অপেক্ষাকৃত কম পড়ে থাকেন। তারা সকল বিষয়ের উপর সম্পূর্ণ নিশ্চিত হয়ে সাম্নের দিকে এগিয়ে যায়। তাই, তাদের বিপদের সম্ভাবনা কম থাকে।

ধীরগতির মানুষের সুফল থাকার পাশাপাশি কুফলও রয়েছে। তাদের বেশি চিন্তা-ভাবনার কারনে স্ট্রেস এর সম্মুখীন হতে হয়। যা স্বাস্থ্যের জন্য ভাল নয়।

সূত্র: লাইফ হ্যাক।



মন্তব্য চালু নেই