যে শহরে বিনামূল্যে মিলবে বাড়ি!

ইতালির সিসিলিতে অবস্থিত শহরটির নাম গন্‌জি। ১৮৯২ থেকে ১৯২৪ সালের মধ্যে এই শহরের বাসিন্দারা দলে দলে আমেরিকায় চলে গিয়েছিলেন। এরপর ২০১০ সাল পর্যন্ত প্রায় ফাঁকা পড়েছিল শহরটি। ভগ্নস্তূপে পরিণত হয়েছিল বহু ঘরবাড়ি।

জানা যায়, দীর্ঘদিন পর্যন্ত ওই শহরটি পড়েছিল প্রায় জনশূন্য অবস্থায়। এরপর স্থানীয় প্রশাসন মৃত শহরে প্রাণ ফেরানোর উদ্যোগ নেয়। প্রথমেই সারিয়ে ফেলা হয় বাড়িগুলি। এরপর দেশটির সরকারের পক্ষ থেকে একটি লোভনীয় অফার দেওয়া হলো যে, এই শহরে বাড়ি মিলবে বিনামূল্যে।



মন্তব্য চালু নেই