যে যুদ্ধের মূল্য ১২ কোটি রুপি!
বলিউডে ব্যয়বহুল বাজেটের সিনেমা নির্মাণের ব্যাপারে খ্যাতি আছে সঞ্জয়লীলা বানসালির। নতুন ছবি ‘পদ্মাবতী’র মাধ্যমে এবার নিজের রেকর্ডই ভাঙতে চলেছেন তিনি। ছবির মাত্র একটি দৃশ্যের জন্যই তিনি এবার বাজেট করেছেন ১২ কোটি। ওই দৃশ্যটি যুদ্ধের।
অর্থাৎ ‘পদ্মাবতী’ ছবিতে ১২ কোটি রুপি সমমূল্যের যুদ্ধ দেখতে পাবেন দর্শক! আগামী বছর ১৭ই নভেম্বর মুক্তি পাবে ‘পদ্মাবতী’ ছবিটি।
ছবিতে ওই যুদ্ধটা হবে রানী ‘পদ্মাবতী’কে নিয়ে। যুদ্ধটা সঞ্জয়লীলা বানশালির নিজের সঙ্গেও। দর্শকের কাছে কতটা বিশ্বাসযোগ্য করে তুলতে পারবেন সেই যুদ্ধ, তাই নিয়ে দিনরাত ভাবনা তার। এরইমধ্যে দৃশ্যটি নির্মাণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। স্কেচ তৈরির কাজও শেষ। জানা গেছে, কিছুদিনের মধ্যেই শুরু হবে দৃশ্যটির শ্যুটিং।
মন্তব্য চালু নেই