যে ভিডিও কাঁদাবে সবাইকে! (ভিডিও)

ঢাকা শহরে যাঁরা পড়ালেখা, চাকরির সুবাদে অন্য শহর থেকে আসেন, ঈদে তাঁরা সকলেই ছুটে যান পরিবারের কাছে৷ কিন্তু অনাথ বা এতিম যারা তারা কীভাবে ঈদ করে? দেখুন এই ভিডিওটি আর ভাবুন একবার তাদের কথা৷-ডয়চে ভেলে।

পপকর্ন লাইভ টিভি একটি শর্ট ফিল্মের মাধ্যমে এই ঘটনাটির সুন্দর উপস্থাপন করেছেন৷ আমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হোস্টেলে থেকেছি৷ এই গল্পের কাহিনিও একটি হোস্টেলকে ঘিরে৷ ছেলেদের ঐ হোস্টেলে থাকতে আসে একজন অনাথ শিক্ষার্থী, কিন্তু কেউ জানেও না সে এতিমখানায় বড় হয়েছে৷

ঈদের আগে প্রায় সবাই হোস্টেল বা হল ছেড়ে চলে যায়৷ কেউই চায় না পরিবার ছেড়ে থাকতে৷ তাই অনাথ ছেলেটির রুমমেটরাও একে একে বিদায় নেয়৷ খালি জানে ঐ ছেলেটি বাড়ি যাবে না, থাকবে হোস্টেলেই৷ এরপর এক রুমমেট দারোয়ানের কাছ থেকে জানতে পারে কেন তার রুমমেট হল ছেড়ে যায়নি৷ এর পরের ঘটনা ভিডিওতেই দেখে নিন৷

ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছে অনেক মানুষ৷ দেখেছেও অনেকে৷ তাঁদের বেশিরভাগই লিখেছেন যে, তাঁরা না কেঁদে থাকতে পারেননি৷ আবার কেউ লিখেছেন, ‘‘আমার সহজে কান্না পায় না৷ কিন্তু এই ভিডিওটি আমাকেও কাঁদতে বাধ্য করেছে৷”

পৃথিবীতে সবচেয়ে বড় কথা মানবতা আর মানুষে মানুষে ভালোবাসা – এই ভিডিওতে তাই তুলে ধরা হয়েছে৷ আসুন বন্ধু, প্রতিবেশীদের কথা জানি, তাঁদের দুঃখ ভাগাভাগি করি, তাঁদের মুখে হাসি ফোটাই৷ তাহলেই গড়ে উঠবে শান্তির পৃথিবী৷

সেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…



মন্তব্য চালু নেই