যে ভিডিওটি বদলে দেবে অ্যারেঞ্জ ম্যারেজ সম্পর্কে আপনার ধারণা

শুধু এই প্রজন্মের কাছেই নয়, অনেক আগে থেকেই অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি সবারই নেতিবাচক একটি ধারণা দেখা গেছে। মা-বাবার ঠিক করা পাত্র-পাত্রীকে কয়েকদিনের পরিচয়ে সারাজীবনের জন্য একসাথে কাটানোর ব্যাপারটি মেনে নিতে পারেনা কেউ-ই। কিন্তু এই ধারণা বদলে দিতেই ভারতীয় পোশাক ব্র্যান্ড ‘বিবা’ একটি বিজ্ঞাপন নির্মাণ করেছে।

এই বিজ্ঞাপনে অ্যারেঞ্জ ম্যারেজের বিপরীত দিক তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপনে দেখা যায়, একটি মেয়েকে পাত্রপক্ষ দেখতে এসেছে। মেয়েটি সাজগোজ করার সময় তার বাবা তাকে জলদি রেডি হতে বলতে আসে। তখন হঠাৎই মেয়েটি তার বাবাকে প্রশ্ন করে, ‘শুধুমাত্র সিঙ্গারা খাওয়ালেই কি বোঝা যাবে যে আমি তার সঙ্গে সারাজীবন কাটাতে পারব?’ এর উত্তরে বাবা কিছু না বলেই চলে যায়। কিন্তু তারপর হবু শ্বশুর বাড়ির লোকেরা মেয়েকে পছন্দ হওয়ার পর মেয়ের বাবা ছেলেকে জিজ্ঞেস করে, সে কি রান্না করতে পারে কিনা! ছেলেটি উত্তরে ‘না’ জানালে মেয়েটির বাবা জানান, তাহলে কিভাবে তারা মেয়ের বিয়ে এখানে দেবেন তিনি? তখন ছেলে নিজেই মেয়ের বাবার কাছ থেকে ১০ দিন সময় চেয়ে নেয়। সে জানায় এই ১০ দিনের মধ্যে রান্না শিখে নেবে, যাতে মেয়ের সমস্যা না হয়। এভাবে সে তার শ্বশুর বাড়ির লোকের মন জয় করে নেয়।

মানুষের মানসিক পরিবর্তন ঘটানোর একটি সরল বর্ণনায় অনেক বড় মেসেজ দেওয়া হয়েছে এই বিজ্ঞাপনে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুণ



মন্তব্য চালু নেই