যে বলিউড তারকাদের ফেসবুক নেই

দিনরাতের কোনো না কোনো একটা সময়ে ফেসবুক চেক না করে কি আজকাল থাকে কেউ? মনের মধ্যে সবারই আনচান করে, কী হলো, কার কী খবর, কে কী করছে, প্রোফাইলের কোন ছবি-স্ট্যাটাস-পোস্টে কে কী প্রতিক্রিয়া জানাচ্ছে; না জানলে যেন চলেই না! তারকারা তো এসব ক্ষেত্রে বলতে গেলে কয়েকশ ধাপ এগিয়ে থাকেন, তাঁদের অনেকের প্রোফাইলই ফেসবুক থেকে ভেরিফাই করা হয়ে থাকে। তবে জানলে অবাক হবেন যে এই যুগেও ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যম ব্যবহার না করে দিব্যি চলাফেরা করেন বেশ কয়েকজন বলিউড তারকা।

১. কাজল

বলিউডের বাণিজ্যিক ঘরানার ছবির সফলতম এই নায়িকা সামাজিক মাধ্যমের চেয়ে ব্যক্তিগত যোগাযোগেই ভরসা বেশি পান!

২. ঐশ্বরিয়া রাই

বচ্চন পরিবারের পুত্রবধূ সামাজিক মাধ্যম থেকে একেবারে দূরে বসবাস করেন। তবে তাঁর শ্বশুর অমিতাভ বচ্চন কিন্তু টুইটারে বিশাল ফ্যান ফলোয়ার নিয়ে বিচরণ করেন।

৩. কারিনা কাপুর

চ্যাটিংয়ে খুব অ্যাকটিভ হলেও ফেসবুক-টুইটার থেকে দূরে রয়েছেন কারিনা।

৪. ক্যাটরিনা কাইফ

কান চলচ্চিত্র উৎসবের সময়ে ল’রেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সাময়িকভাবে একটি টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন ক্যাটরিনা। তবে সেটুকুই, ফেসবুক বা টুইটারের আশপাশে নেই তিনি।

৫. রণবীর কাপুর

ক্যাটরিনার মতো তাঁরও গল্প একই। এমনকি মজার বিষয়-ফেসবুক, টুইটার বা সামাজিক মাধ্যম বিষয়ে কোনো সাধারণ ধারণাও নাকি নেই রণবীরের; অ্যাকাউন্ট তো দূরে থাক!

৬. রানি মুখার্জি

যশরাজ ফিল্মসের ‘লেডি চোপড়া’ খ্যাত এই বলিউড অভিনেত্রী কোনো ধরনের সামাজিক মাধ্যমেই অ্যাকাউন্ট রাখেননি।

৭. সাইফ আলী খান

ফেসবুকের ধারেকাছেও নেই বলিউডের ‘ছোটে নবাব’!



মন্তব্য চালু নেই